কোনো দল যদি আ. লীগ পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে বড় বিপদে পড়বে: আসিফ মাহমুদ
এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে এগোয়, তাহলে দলটি আবারও বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়বে। একই সঙ্গে এর প্রভাব দেশের জন্যও মারাত্মক পরিণতি ডেকে আনবে বলে তিনি সতর্ক করেন। আজ শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলতে চান—বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে সম্মান জানানো হলেও, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়া ছিল একটি বড় রাজনৈতিক ভুল।
এনসিপির মুখপাত্র বলেন, বাকশালের মাধ্যমে দেশের মানুষের অধিকার হরণকারী দল আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফেরানোর খেসারত জনগণকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে। বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে জীবনের শেষ দিনগুলোতে কীভাবে চরম কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা সবাই প্রত্যক্ষ করেছে। একইভাবে ১/১১ সময়ে আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভবিষ্যতে দেশে আওয়ামী ফ্যাসিবাদ ঠেকাতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়া জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
