আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ ৫৪ বছর ধরে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

৩১ জানুয়ারি ২০২৬, ৫:০৪:১০

এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ গত ৫৪ বছর ধর ষড়যন্ত্র করছে, প্রতিটা নির্বাচনে হস্তক্ষেপ করছে। এবার ও তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আজ শনিবার এগারোটায় কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনি সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এই নির্বাচন জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা। শত শত শহীদদের রক্তের উপর দিয়ে আজকের আমাদের এই গণতন্ত্রের নির্বাচন। অনেকে মনে করছে এটা একটা সাধারণ ঘটনা, এটা তাদের ১৭ বছরের ফসল। কিন্তু এটা ভেবে তারা ভুল করছে, তারা জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছে।

নাহিদ ইসলাম আরো বলেন, আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ গত ৫৪ বছর ধর ষড়যন্ত্র করছে, প্রতিটা নির্বাচনে হস্তক্ষেপ করছে। এবার ও তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এই জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যেই গণতন্ত্রের নির্বাচন হচ্ছে সেখানে আমরা কোন ষড়যন্ত্রকে প্রশ্রয় দিবো না। বাংলাদেশে কোন দল সরকার গঠন করবে সেটা নির্ধারণ করবে এই দেশের জনগণ। এখানে কোন বিদেশি শক্তি হস্তক্ষেপ করলে তাদেরকে রুখে দিতে আমরা প্রস্তুত আছি।

তিনি আরো বলেন, প্রিয় জনগণ, আপনারা ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করুন, তারা নির্বাচিত হলে এই দেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত করবে। শহীদ ওসমান হাদীর অসমাপ্ত কাজ সম্পন্ন করবে । জুলাই অভ্যুত্থানের খুনিদের বিচারকে আমরা অগ্রাধিকার দিব। শহীদ ওসমান হাদী হত্যার বিচার করব ইনশাআল্লাহ। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্য, আধিপত্যবাদের বিরুদ্ধে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক ও ন্যায়বিচারের রাষ্ট্র আমরা গঠন করব ইনশাআল্লাহ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।