আদর্শ নেতা ছাড়া জাতির মুক্তি নাই: মুফতি রেজাউল করিম
এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ভালো নেতা ছাড়া জাতির মুক্তি নাই। গাজীপুরের মাটি ইসলামের ঘাটি। ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, অন্যায়ভাবে জমি দখলবাজী থাকবে না।
গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জামালপুর আর এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল করিম বলেন, ন্যায়-নীতি ও আদর্শবান নেতা ছাড়া এ দেশের মানুষের শান্তি কামনা করা যায় না। বিগত দিনের শাসকরা ভালো হলে এ দেশ সোনার খনি হতো।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ ১১ দল থেকে বের হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্পষ্টভাবে বলেছে তারা শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করেছিলাম তখন তাদের ভাবনাটা ছিল আলাদা, আমাদের ভাবনাটাও হয়ে গেল আলাদা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতীক হল হাতপাখা। ভালোর পক্ষে, ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
এদিকে গাজীপুর-৫(কালীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করারও আহ্বান জানান তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
