বট বাহিনী’র আসল স্বরূপ আজ মানুষের কাছে উন্মোচিত: ছাত্রদল সভাপতি

৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪১:৩২

দেশের তরুণ প্রজন্ম এখন সচেতন, তারা জেনে গেছে কারা এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ছড়াচ্ছে এবং কারা ‘বট বাহিনী’র মাধ্যমে প্রোপাগান্ডা বা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোণা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় একটি স্থিতিশীল ক্যাম্পাস ও স্থিতিশীল বাংলাদেশ চেয়েছি। আর সেই স্থিতিশীলতার স্বার্থেই আমরা সবকিছুতে ছাড় দিয়েছি। কিন্তু আমাদের উসকানিমূলক কর্মকাণ্ডে বাধ্য করতে অনেকগুলো ‘মব’ সৃষ্টি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটি দেওয়ার পর একটি মহল পরিকল্পিতভাবে মব তৈরি করে প্রচার করেছে যে—ছাত্রদল হল দখল করতে এসেছে।

তিনি আরও বলেন, ছাত্র সংসদের কিছু নির্বাচিত সদস্য এখন তাদের প্রতিবেশীদের কথাও বিশ্বাস করতে পারছেন না। আগে প্রোপাগান্ডা বা মিথ্যাচার করে তারা জনমত প্রভাবিত করতে পারলেও, আসন্ন জাতীয় নির্বাচনে মানুষ তাদের কথায় কর্ণপাত করছে না। তাদের দ্বিচারিতা এবং নেতিবাচক পরিবেশ তৈরির জন্য ব্যবহৃত ‘বট বাহিনী’র আসল স্বরূপ আজ মানুষের কাছে উন্মোচিত।

পুরাতন কালেক্টরেট মাঠে নির্বাচনী প্রচারণা শেষে রাকিবুল ইসলাম রাকিব সদর উপজেলার মৌগাতী ইউনিয়নে নেত্রকোনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এর আগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে জেলা ও উপজেলা ছাত্রদলকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালান কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।