ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

৩১ জানুয়ারি ২০২৬, ১:০০:০১

সিরিয়ার ব্যাপক জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শা’রাউই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দামেস্কের মধ্যাঞ্চলে অবস্থিত তার নিজ ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক তদন্তে তাকে হত্যা করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী হুদা শা’রাউইকে গৃহকর্মী হত্যা করেছে বলে তদন্তে ইঙ্গিত মিলেছে। ৮৭ বছর বয়সী অভিনেত্রীকে হত্যার পর গৃহকর্মী পালিয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ।

প্রখ্যাত অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে।

সিরিয়ান আর্টিস্টস সিন্ডিকেটের প্রধান মাজেন আল নাটুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, প্রাথমিকভাবে তদন্তে দেখা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে। গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে এবং তিনি এখন পলাতক। এ ঘটনায় তদন্ত চলমান থাকায় কর্তৃপক্ষ এর থেকে বেশি তথ্য জানায়নি।

উল্লেখ্য, ‘বাব আল হারা’ সিনেমায় ‘উম জাকি’ চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন হুদা শা’রাউই। সিরিয়ার টিভি নাটকের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তিনি। তার অভিনীত কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ এবং ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’ টিভি সিরিজ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।