এখনো অনেক কাজ বাকি আছে: বগুড়ার পথসভায় তারেক রহমান

৩০ জানুয়ারি ২০২৬, ৯:৪৯:৩২

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ যতবার দেশ পরিচালনা করেছে, আমরা চেষ্টা করেছি সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়ন করার জন্য। যদিও এখনো অনেক কাজ বাকি আছে। শুক্রবার বিকেলে বগুড়ার মোকামতলা বন্দরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, এটা সারা বাংলাদেশ জানে। আমি বগুড়ার সন্তান। আল্লাহ সুযোগ দিলে দেশ ও দেশের মানুষের কাজে নিজেকে যেন নিয়োজিত করতে পারি। এজন্য সবার দোয়া চাই।

বিএনপির চেয়ারম্যান বলেছেন, আগামী ১২ তারিখ নির্বাচন। এখানের মানুষ এবার প্রমাণ করে দেখাবে বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি।

এ সময় আরো বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম।

এদিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য হাজার-হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ পথসভায় অংশ নেন। জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে হাজারো মানুষ মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে বিদায় জানান।

এর আগে বগুড়া শহরের একটি হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব হওয়া উচিত। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তবে এমন একটি বাংলাদেশ গড়া সম্ভব, যেখানে মানুষ আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে এবং কাউকে অবহেলার চোখে দেখা হবে না। যেখানে প্রতিটি মানুষ সম্মান ও আত্মমর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবে।

এ সময় উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যার যার অবস্থান থেকে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রথমবারের মতো বগুড়ায় বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। পরে তারেক রহমান শিশুদের সঙ্গে সময় কাটান, খোঁজখবর নেন এবং তাদের পরিবেশিত সংগীত উপভোগ করেন। পুরো আয়োজনজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।