ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইইউ

৩০ জানুয়ারি ২০২৬, ১২:২৩:৪৬

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রাসেলসে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া হয়। আনুষ্ঠানিকভাবে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া আগামী কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে। খবর ইউরো নিউজের।

চলতি বছরের শুরুর দিকে ইরানে বিদেশি মদদপুষ্ট বিক্ষোভকারীদের দমনে দেশটির দমন-পীড়নের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নিয়েছে ইইউ। এই সিদ্ধান্তের ফলে আইআরজিসির সব সদস্যের সম্পদ জব্দ, অর্থায়ন নিষিদ্ধকরণ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে তাদের অনেকেই ইতোমধ্যে ইইউ’রনিয়মিত নিষেধাজ্ঞার আওতায় এসব বিধিনিষেধের মধ্যে ছিলেন।

শুরুতে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তকমা দেয়ার বিরোধিতা করলেও পরে বুধবার (২৮ জানুয়ারি) নিজেদের অবস্থান পরিবর্তন করে ফ্রান্স ও স্পেন। এ ছাড়া বেলজিয়ামও শুরুতে এই পদক্ষেপ নিয়ে দ্বিধায় থাকার পর শেষ পর্যন্ত অন্য দেশগুলোর সঙ্গে একমত হয়।

ইইউ’র আহে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছিল যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া। জার্মানি ও নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরেই ইইউ’কে একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এসেছে।

বর্তমানে ইইউ’র সন্ত্রাসী সংগঠনের তালিকায় হামাস, হিজবুল্লাহর সামরিক শাখা এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিসহ মোট ২২টি সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের শাসনব্যবস্থাকে সুরক্ষা দেয়ার জন্য আইআরজিসি গঠন করা হয়। দেশটিতে তাদের ব্যাপক প্রভাব রয়েছে; তারা অর্থনীতির বড় অংশ এবং সশস্ত্র বাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখে। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির দায়িত্বও এই বাহিনীর ওপর ন্যস্ত করা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।