নির্বাচনি শৃঙ্খলার বিঘ্ন ঘটানো হচ্ছে: জামায়াত আমির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্যান্য দলের মতো নিরাপত্তা শঙ্কা দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে শৃঙ্খলার দিকে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
আজ বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রচারণাকালে এমনটা জানান তিনি।
জামায়াত আমির বলেন, নির্বাচন ঘিরে জামায়াতও নিরাপত্তার শঙ্কা দেখছে। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধান খোঁজা হবে।
তিনি বলেন, বিভিন্ন জায়গায় ১১ দলীয় জোটের লোকজনের ওপর হামলা চালানো হচ্ছে। নির্বাচনি শৃঙ্খলার বিঘ্ন ঘটানো হচ্ছে। নির্বাচনের মাধ্যমে দেশটাকে শৃঙ্খলার দিকে নিয়ে যেতে হবে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভাগুলোয় ব্যাপক জনসমাগম ও সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান ডা. শফিকুর রহমান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
