ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে ছাত্রদল নাসিরের গণসংযোগ
এবার ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। মঙ্গলবার রাতে রাজধানীর কচুক্ষেত ও ভাসানটেক এলাকায় নাসিরের নেতৃত্বে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এদিকে গণসংযোগকালে নাসির ভোটারদের বলেন, আগামী ১২ তারিখ নির্বাচনে আপনারা যেন ধানের শীষের পক্ষে অথবা তারেক রহমানকে ভোট দেন সেজন্য উনি আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছেন। উনার জন্য আপনারা দোয়া করবেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকা থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপি পদে দাঁড়িয়েছেন। আমাদের মাধ্যমে উনি আপনাদের কাছে সালাম পাঠিয়েছেন। তিনি বলেন, এবার আমাদের সুযোগ এসেছে। আপনারা যদি ভোট দেন এবং আপনারা যদি তাকে নির্বাচিত করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য সব কিছু করার সক্ষমতা হবে।
এখানে কিছু সমস্যা আছে? গ্যাসের সমস্যা, লাইনের গ্যাস নাই। উনি বলেছেন— নির্বাচিত হলে লাইনের গ্যাসের সমস্যা সমাধান করবেন। নাসির বলেন, এখানে আপনাদের ঘরবাড়ির যে সমস্যা আছে, সেটা সমাধানের জন্য এখানে ভবন করা যায় কিনা সেটার ব্যবস্থা তিনি করবেন। এখানে বেশ কিছু সমস্যা আছে। উনি ইনশাআল্লাহ এমপি নির্বাচিত হলে এগুলো সমাধান করে দেবেন। আপনারা সৌভাগ্যবান যে, উনি এই আসন থেকে এমপি পদে দাঁড়িয়েছেন। আপনারা উনার জন্য দোয়া করবেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
