আর কোনো জোটে যাওয়ার সুযোগ নেই: ফয়জুল করীম

২২ জানুয়ারি ২০২৬, ১১:০০:৫০

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আর কোনো জোটে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ ও ৬ আসনের এমপি প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। গতকাল বুধবার (২১ জানুয়ারি) বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের নাগরিক। তাদের নাগরিকত্ব বাতিল হয়নি। কেউ যদি অন্যায় না করে থাকে, তার বিরুদ্ধে মামলা না থাকে, তাহলে তার জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকারেরই।

আওয়ামী লীগের সমর্থকরা কাদের ভোট দেবেন-এমন প্রশ্নে তিনি বলেন, যারা জনগণের ইজ্জত, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তা রক্ষা করতে পারবে, মানুষ তাদেরই ভোট দেবে। জামায়াতের সঙ্গে সমন্বিত অবস্থান প্রসঙ্গে তিনি জানান, জামায়াতের আমিরের সম্মানার্থে আমরা তার আসনে প্রার্থী দেইনি। তারা আমাদের সম্মান জানিয়ে তাদের প্রার্থী তুলে নিয়েছে-এজন্য ধন্যবাদ।

নতুন কোনো জোটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে ফয়জুল করীম বলেন, এখন পর্যন্ত সে সুযোগ নেই। তবে ভবিষ্যতে ইসলামী শরিয়াহ ভিত্তিক আইন প্রণয়নে কেউ আগ্রহী হলে জোট হতে পারে।

এদিকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না-জানতে চাইলে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর কাউকে হয়রানি করা যাবে না। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই জরুরি। এছাড়াও নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বরিশাল গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।