লন্ডনে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল বাংলাদেশি শিক্ষার্থীর প্রাণ

২১ জানুয়ারি ২০২৬, ১:৪৩:৪১

উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন নাফিজুল হক শাকিল। পড়াশোনা শেষে পরিবারের মুখে হাসি ফোটানো এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যাশা ছিল তার। তবে লন্ডনে আসার এক বছরের মাথায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় থেমে গেল সেই স্বপ্ন।

স্বজনরা জানান, গত বুধবার ১৪ জানুয়ারি পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন শাকিল। এ সময় একটি প্রাইভেট কারের পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ গাড়িটির দরজা খুলে যায়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকলরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নেয়া হয় রয়্যাল লন্ডন হাসপাতালে। সেখানে ট্রমা বিভাগে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে তিনি মারা যান।

শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামের বাসিন্দা ফজলুল হকের বড় ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা এবং উচ্চশিক্ষার লক্ষ্যেই তিনি যুক্তরাজ্যে যান। তার মরদেহ দেশে নেওয়ার প্রক্রিয়া চলছে।

২৩ বছর বয়সী নাফিজুল হক শাকিল শিক্ষার্থী ভিসায় লন্ডনে অবস্থান করছিলেন। তিনি লন্ডন সাউথব্যাংক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য সাইকেল চালিয়ে ফুড ডেলিভারির খণ্ডকালীন কাজ করতেন তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।