ক্ষমতা নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের লক্ষ্যেই তিনি রাজনীতি করেন। তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই।” মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে তারেক রহমান কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের মানুষের দোয়া ও ভালোবাসাই তার রাজনীতির প্রধান শক্তি। দেশ ও জাতির কল্যাণে সবাই যেন আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দোয়া করেন—এই আহ্বানও জানান তিনি।
তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনা মূল্যে নানা উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহুভাবে উপকৃত হয়েছে। তিনি বলেন, “আমি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। কিন্তু এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো—আমি আপনাদেরই সন্তান। আমি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান জানান, নারী সমাজকে স্বাবলম্বী করা এবং তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্যও ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, জনগণ সুযোগ দিলে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
করাইল বস্তিবাসীর সন্তানদের ভবিষ্যৎ প্রসঙ্গে তারেক রহমান বলেন, তার যেমন সন্তান আছে, কড়াইলবাসীরও সন্তান আছে। তিনি চান, করাইলের শিশুরা বিদেশি ভাষা শিখুক এবং উন্নত চিকিৎসাসেবা পাক। এ লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
ওই এলাকার আবাসন সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই যেন থাকার সুযোগ পায়, সে জন্য ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিএনপি ক্ষমতায় এলে করাইল এলাকায় একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
নিজের অতীত স্মৃতিচারণা করতে গিয়ে তারেক রহমান বলেন, তিনি একসময় ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন এবং সেই বাড়ি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তা তিনি ভুলে যাননি। এসব অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষের কষ্ট তিনি গভীরভাবে অনুভব করেন এবং করাইলবাসীর জন্য কাজ করতে চান বলে জানান।
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান মহান মুক্তিযুদ্ধ এবং ‘২৪-এর আন্দোলনে’ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে করাইলবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহ যদি রহম করেন এবং জনগণ দোয়া করেন, তাহলে এসব উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
