এহসানুল হককে সমর্থন দিয়ে গাজীপুরের দুইটি আসন থেকে সরে দাঁড়াল জামায়াত

২০ জানুয়ারি ২০২৬, ৫:৫৩:৪৭

এবার গাজীপুর-২ ও গাজীপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ হোসেন আলী ও মো. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জামায়াত জোটের প্রার্থীদের সমর্থন দিয়ে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এর আগে জামায়াত জোট গাজীপুর-২ আসনটিতে এনসিপির আবু নাছের খান ও গাজীপুর-৩ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মোহাম্মদ এহসানুল হককে ছেড়ে দেয়।

জানতে চাইলে মোহাম্মদ হোসেন আলী বলেন, দলীয় সিদ্ধান্তে জোটের শরিক প্রার্থীর জন্যা তারা দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।