ফিলিস্তিনে ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের একটি ক্ষতিগ্রস্ত হেলিকপ্টার উদ্ধারের চেষ্টার সময় বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
আইডিএফ জানিয়েছে, তীব্র আবহাওয়ার কারণে জরুরি অবতরণের পর অন্য একটি হেলিকপ্টার দিয়ে এটি উদ্ধারের চেষ্টার সময় এদিন সকালে ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
এর আগে গত মঙ্গলবার প্রতিকূল আবহাওয়ার কারণে গুশ এটজিওন এলাকার একটি খোলা জায়গায় অবতরণ করে হেলিকপ্টারটি। শুক্রবার উদ্ধার অভিযানের সময় ক্ষতিগ্রস্ত বিমানটি বিমানে তোলার সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। তবে, এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল টোমার বার ঘটনাটি তদন্তের জন্য একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আইএএফ-এ ইয়ানশুফ নামে পরিচিত ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো নিয়মিত পরিবহন মিশন এবং সামরিক অভিযানের সময় সেনা আনা নেয়ার জন্য ব্যবহৃত হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
