ক্রাউড ফান্ডিং থেকে ২৬ লাখ ও পকেট থেকে ১ লাখ টাকা খরচ করবেন নাসীরুদ্দীন
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করলেও এর মধ্যে মাত্র এক লাখ টাকা নিজের পকেট থেকে দেবেন ঢাকা-৮ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী।
এদিকে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি বলেছেন, ‘স্বেচ্ছাপ্রণোদিত দান’ এবং ‘ক্রাউড ফান্ডিং’ এর মাধ্যমে পাওয়া অর্থ থেকে বাকি ২৬ লাখ টাকা আসবে বলে তিনি ধরে নিয়েছেন। নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ে নির্বাচনি খরচের উৎস বলতে হয় প্রার্থীদের। ভোট শেষে কোন কোন খাতে কত খরচ হলো তাও জানাতে হয়।
এদিকে ঢাকা-৮ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৬৮ জন। নির্বাচনি আইন অনুযায়ী, ভোটারপ্রতি ১০ টাকা হিসেবে এ আসনের একজন প্রার্থী সর্বোচ্চ ২৭ লাখ ৫৪ হাজার ৬৮০ টাকা ব্যয় করতে পারবেন।
সে অনুযায়ী নির্বচনী ব্যয়ের পরিকল্পনায় ২৭ লাখ টাকাই সম্ভাব্য খরচ দেখিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। হালানাগদ করা আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশ) বলা রয়েছে-নিবন্ধিত দল কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান নিতে পারবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
