ভবিষ্যতে আইপিএলে নাম দিলে ভেবেচিন্তে দেবেন সাকিব
মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। এই ঘটনার পর নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অপারগতা প্রকাশ করেছে বিসিবি। বাংলাদেশের ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য আইসিসির কাছে চিঠিও দিয়েছে বোর্ড। এদিকে খেলোয়াড়রাও ভবিষ্যতে আইপিএলে নাম দিলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন।
যেমন টাইগার তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার ভবিষ্যতে ভেবেচিন্তে আইপিএলে নাম দেবেন বলে জানিয়েছেন। আইপিএলে খেলা সব ক্রিকেটারের স্বপ্ন হলেও মুস্তাফিজ কাণ্ডের পর ভবিষ্যতে এই টুর্নামেন্টের নিলামে নাম দেয়ার ব্যাপারে আরও বেশি ভাবনাচিন্তার অবকাশ দেখছেন জাতীয় দলের এই পেস বোলিং অলরাউন্ডার।
এবারের বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তানজিম হাসান সাকিব। তার দল ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের চার নম্বরে। মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘প্রথমত আইপিএল থেকে ওনার নাম কেনো সরিয়ে দেয়া হলো তা আমরা কেউই জানি না। হয়ত পলিটিক্যাল ইস্যু হতে পারে, তবে ক্রিকেটে পলিটিক্যাল ইস্যু না আসাই ভালো।’
এই পেসার আরও বলেন, ‘আমরা (ক্রিকেটাররা) তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। একজন খেলোয়াড় হিসেবে তো আইপিএল খেলার ইচ্ছা থাকেই, ওই হিসেবেই আমরা নাম দেই। নেক্সটে যদি হয়, এজেন্টের সঙ্গে কথা বলে, দেশের যারা আছে তাদের সঙ্গে কথা বলে আমরা নাম দেবো।’
আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা। এর মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইতে। বিসিবি চায় ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে। বিশ্বকাপের দল ঘোষণা ও পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেলেও ভেন্যু পরিবর্তনকে বড় সমস্যা মনে করছেন না তানজিম।
তার ভাষ্য, ‘শ্রীলঙ্কা এবং ভারতের উইকেটের মধ্যে খুব একটা পার্থক্য নেই। প্রেমাদাসা বাদে শ্রীলঙ্কার বাকি ভেন্যুগুলো সাধারণত ফ্ল্যাট বা ব্যাটিং সহায়ক হয়। তাই আমি মনে করি না ভেন্যু পরিবর্তনে খুব একটা সমস্যা হবে।’
তানজিম আরও জানান, ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পাওয়ার পর বাদ পড়ার খবরে মুস্তাফিজ মোটেও বিচলিত হননি, বরং পুরো বিষয়টি তিনি হেসেই উড়িয়ে দিয়েছেন। স্বভাবসুলভ আমুদে মেজাজেই আছেন এই বাঁহাতি পেসার।
ফিজের ছন্দ ও বোর্ডের ভূমিকা নিয়ে তানজিম বলেন, ‘মোস্তাফিজ ভাই শুরু থেকেই দুর্দান্ত বোলিং করছেন এবং তিনি তার শক্তির জায়গা থেকে কখনো সরে যাননি। সিনিয়র হিসেবে তিনি আমাদের অনেক টিপস দেন যা আমাদের খুব সাহায্য করে। আর বোর্ড যে তার পাশে দাঁড়িয়েছে, এটিই বোর্ডের কাজ এবং এটি অত্যন্ত প্রশংসনীয়।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
