বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয়: জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

৭ জানুয়ারি ২০২৬, ৫:৩৪:১৯

এবার আইপিএল ম্যাচে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান মাঠে না নামাতে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে নির্দেশনা দিয়েছে, তার সমালোচনা করেছেন জম্মু-কাশ্মির রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, মতানৈক্য থাকলে বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করা উচিত ভারতের কেন্দ্রীয় সরকারের, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে নয়।

গতকাল মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ওমর আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয়। ওই ক্রিকেটারের (মুস্তাফিজুর রহমান) কী দোষ ছিলো? আপনারা কি মনে করেন যে তাকে বাদ দেওয়ায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে?

তিনি আরও বলেন, “আর একটি কথা হলো— বাংলাদেশের জনগণ আমাদের কী ক্ষতি করেছে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল। বাংলাদেশ কখনও আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়ায়নি।”

সম্প্রতি ভারতীয় টি-টোয়েন্টি সিরিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নথিভুক্ত দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনে নিয়েছিল। তবে পরে বিজেপি এবং তার মিত্র রাজনৈতিক দলগুলোর প্রতিবাদের মুখে মুস্তাফিজকে মাঠে নামাতে নির্দেশনা দেয় বিসিসিআই। বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আইপিএল ম্যাচ প্রদর্শনে নিষেধাজ্ঞাও দিয়েছে সরকার।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।