আরও এক কেন্দ্রের ফল ঘোষণা, বড় ব্যবধানে এগিয়ে ছাত্রদল
অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট ৯ কেন্দ্রের ফল প্রকাশ করা হয়। সবশেষ চারুকলা অনুষদ বিভাগ কেন্দ্রে প্রকাশিত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রদল।
এই কেন্দ্রে শীর্ষ দুই পদে এগিয়ে রয়েছে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। এ বিভাগসহ ৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এখন পর্যন্ত ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এবং জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের পক্ষে ড. আনিছুর রহমান— চারুকলা অনুষদ বিভাগ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এর আগে, মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স, সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগের ফল প্রকাশ করা হয়।
ভিপি (সহ-সভাপতি) পদ: ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম এই ৯ কেন্দ্র মিলিয়ে মোট ৮৩১ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৮৬৪ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদ: জিএস পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ৯ কেন্দ্র মিলিয়ে ৭৫৮ ভোট পেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার বিপরীতে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪২৬ ভোট।
এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদ: এই পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা ৯ কেন্দ্রে মোট ৬৮৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৭৩২ ভোট।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
