আজ সুরভী, আগামীকাল আমি, অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, তা খুব শিগগিরই টের পাবেন: মীর স্নিগ্ধ

৫ জানুয়ারি ২০২৬, ৫:৪৫:১২

এবার ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তবে তাকে তদন্ত রিপোর্ট ছাড়াই রিমান্ডে হয়েছে বলে সুরভী অভিযোগ করেছেন।

আজ সোমবার (৫ জানুয়ারি) আদালত থেকে প্রিজন ভ্যানে নেওয়ার সময় সুরভী বলেন, ‘কোনো তদন্ত প্রতিবেদন ছাড়া আমাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এছাড়া এই মামলায় চারজন আসামি হলেও শুধুমাত্র তাকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।’

এদিকে রায়ের প্রতিক্রিয়ায় সুরভীর আইনজীবী বলেন, ‘এই মামলা ভুয়া। আমরা আগামীকালের মধ্যেই রিভিশন করব। আশা করি, ন্যায়বিচার পাব।’ এদিকে সুরভীর গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

জুলাইয়ে শহীদ হওয়া মীর মুগ্ধ’র ভাই মীর স্নিগ্ধ বলছেন, কাল মেহেদী, আজ সুরভী, আগামীকাল আমি, পরশু আপনি। অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, তা খুব শিগগিরই সামনে টের পাবেন। কিছুটা ধারণা পেতে হলে নাৎসি বাহিনীর ইতিহাস দেখুন। সুরভীকে নিয়ে স্নিগ্ধ আরো বলেন, একজন ১৭ বছরের মেয়েকে আদালতে ২১ বছর দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়েছে। এ তো মাত্র শুরু। সবাই চুপ করে আছেন, আর যখন আপনার সময় আসবে, তখনও সবাই চুপ করেই থাকবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।