জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী
এবার ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি এই হামলাকে দেশবিরোধী “সবচেয়ে বাজে আগ্রাসন” হিসেবে বর্ণনা করেছেন এবং জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। পাদ্রিনো বলেন, “তারা আমাদের ওপর আক্রমণ করেছে, কিন্তু আমাদের দমন করতে পারবে না। আমরা মাদুরোর নির্দেশে প্রতিরক্ষা বলয়ের মধ্যে আছি।” এ সময় তিনি যুক্তরাষ্ট্রের এই হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানান।
প্রত্যেকটি সামরিক স্থাপনায় আক্রমণ ও নাগরিকদের ওপর হামলার পর, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় রাত ২টায় রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ অনুভূত হয়। মাদুরো যুক্তরাষ্ট্রের এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ দখলের প্রয়াস হিসেবে নিন্দা জানিয়েছেন।
ভেনেজুয়েলা সরকারের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা শুধুমাত্র কারাকাসে সীমাবদ্ধ হয়নি; মিরান্ডা, আরাগওয়া এবং লা গুয়াইরা রাজ্যেও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং জনগণকে নিরাপদ অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভোরে দেশটিতে ‘বড় পরিসরে’ অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে কোথায় এবং কীভাবে গ্রেফতার করা হয়েছে, তা স্পষ্ট করেননি। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেফতার করার জন্য ৫ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। ভেনেজুয়েলা সরকার এখনও মাদুরোর গ্রেফতার সংক্রান্ত তথ্য নিশ্চিত করেনি। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, আর ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা দেশটিতে জাতীয় ঐক্য ও সামরিক প্রস্তুতির সংকেত হিসেবে দেখা হচ্ছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
