ক্ষমতায় গেলে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে: তারেক রহমান
এবার জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এদিন বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন ঐক্য পরিষদের নেতারা। পরে তারা বলেন, আলাপকালে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান।
এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নবনিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, গণতান্ত্রিক বাংলাদেশ এবং জবাবদিহিমূলক সরকার গড়তে প্রয়োজন স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম। তাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বিএনপি সচেষ্ট থাকবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
