৮ মাসে কোরআনে হাফেজ হলো আজিম

৪ জানুয়ারি ২০২৬, ১২:২৮:৪২

এবার মাত্র ৮ মাস ৫ দিনে কোরআনে হাফেজ হয়েছে ১০ বছর বয়সী শিশু মো. আল আজিম হোসেন। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত দারুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী আজিম উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

শনিবার (৩ ডিসেম্বর) মাদ্রাসার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এ স্বীকৃতি প্রদান করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে মাদ্রাসার প্রধান মাওলানা মাহফুজুল রহমান বুলবুলী সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, মাওলানা হোসাইন আহমেদ চাঁদপুরী।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।