নিজ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সাথে সারজিসের কোলাকুলি
এবার বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় ১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং এই আসনের এনসিপি মনোনীত প্রার্থী সারজিজ আলম একসাথে দেশ গড়ার অঙ্গিকার করেছেন। আজ শনিবার সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কক্ষে বাছাইপর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নে তারা দুজনই একই প্রত্যয় ব্যক্ত করেন। তারা পরস্পর কুলাকুলি করেন।
এ সময় সারজিস আলম বলেন, বিএনপির প্রার্থী নওশাদ জমির ভাইসহ আমরা একসাথে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি। আমরা মনে করি নির্বাচনের শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের যে পারস্পরিক সৌহার্দ্য এবং অভ্যুত্থান পরবর্তি বাংলাদেশে আমাদের নিজেদের বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার যে সম্পর্ক তা সেটা আমাদের সবসময় থাকবে। আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা শুধু এটুকুই বলতে পারি দিনশেষে আমাদের দল আলাদা হতে পারে আদর্শ কেন্দ্রিক ভিন্নতা থাকতে পারে কিন্তু পঞ্চগড়ের এবং দেশের স্বার্থে আমরা একসাথে কাজ করে যাবো। বাংলাদেশে সম্ভবত প্রথম বিএনপির প্রার্থী নওশাদ জমির ভাই এবং আমি সমমনা ১১ দলের প্রার্থী হিসেবে একসাথে প্রেস ব্রিফিং করছি। আমি মনে করি এই সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আগামী পঞ্চগড়ের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।
বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এসময় বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের দল একটা শোকের মধ্যে আছে। এর মধ্যেও নিয়ম অনুযায়ী নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা শুনেছেন যে পঞ্চগড় ১ আসনে আমার মনোনয়নসহ ৭ জনের মনোনয়ন পত্র বৈধতা পেয়েছে। এতোক্ষণ আমার ভাই সাসরিজ আলম যা বলেছেন তাতে আমি একমত পোষণ করছি। আমিও বিশ্বাস করি আমাদের দল ভিন্ন বা আদর্শিক ভিন্নতা থাকতে পারে কিন্তু বাংলাদেশের জন্য আমরা সমান ভাবে কাজ করে যাবো। পঞ্চগড়ের মানুষের জন্য সমান ভাবে কাজ করে যাবো। এবং আগামী নির্বাচনে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা জবাবদিহিতামুলক সরকার ব্যবস্থা এবং সরকার প্রতিষ্ঠা করবো।
জানা গেছে পঞ্চগড় জেলার দুটি আসেন ১৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। বাছাইপর্বে এদের মধ্যে পঞ্চগড় ১ আসনে ১ এবং পঞ্চগড় ২ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। পঞ্চগড় ১ আসনে ৭ এবং ২ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন পঞ্চগড় ২ আসনে স্বতন্ত্র প্রার্থী রাহিমুল ইসলাম বুলবুল, মাহমুদ হোসেন সুমন, জাগপা প্রার্থী আল রাশেদ প্রধান, এলডিপি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান, কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলাম এবং পঞ্চগড় ১ আসনে জাগপার প্রার্থী আল রাশেদ প্রধানের ত্রুটির কারনে প্রার্থীতা বাতিল করা হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
