টসে জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম, ঢাকার বিপক্ষে একাদশে তিন পরিবর্তন

২ জানুয়ারি ২০২৬, ২:২৪:১৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুক্রবার (২ জানুয়ারি) মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস ও ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ফলে টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে ঢাকা ক্যাপিটালস।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের জন্যই ম্যাচটি ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দলই দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে। সমীকরণ সমান হলেও আজকের ম্যাচে ঢাকা ক্যাপিটালস মাঠে নেমেছে কোনো পরিবর্তন ছাড়াই। অর্থাৎ গত ম্যাচের জয়ী একাদশটির ওপরই আস্থা রেখেছে ঢাকা কর্তৃপক্ষ।

অন্যদিকে, জয়ের খোঁজে মরিয়া চট্টগ্রাম রয়্যালস তাদের একাদশে বড় ধরনের তিনটি পরিবর্তন এনেছে। বিদেশি কোটায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন পাকিস্তানের বিধ্বংসী ব্যাটার আসিফ আলী ও অলরাউন্ডার আমের জামাল। এছাড়া কদিন আগে দলে যোগ দেয়া বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম আজ চট্টগ্রামের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন।

চট্টগ্রাম রয়্যালস একাদশ-
মোহাম্মদ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আসিফ আলী, তানভীর ইসলাম, সাদমান ইসলাম, মেহেদী হাসান (অধিনায়ক), শরিফুল ইসলাম, মির্জা তাহির বেগ, আমের জামাল, অ্যাডাম ম্যাথিউ রসিংটন ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

ঢাকা ক্যাপিটালস একাদশ-
উসমান খান, সাইফ হাসান, জুবায়ের আকবরী, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও সালমান মির্জা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।