দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

২ জানুয়ারি ২০২৬, ১১:২৮:৩২

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম ব্যস্ত দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিলো সাড়ে ৭ ঘন্টা। শুক্রবার (২ জানুয়ারী) রাত ২টা ৩০মিনিট থেকে নদীতে কোন মার্কিং লাইট দেখা না যাওয়ায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।

এতে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটের উভয় পাশে কয়েকশো যানবাহন ফেরি পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পরে।

পরে সকাল ৯ টা ৫০ মিনিটে কুয়াশা কমে গেলে ৭ ঘন্টা ২০ মিনিট পর ফেরি চলাচল শুরু করা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, বৃহষ্প‌তিবার সন্ধ‌্যা থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সা‌থে সা‌থে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে গিয়ে এ নৌ পথের দৃশ্যমান ফেরি চলাচলের রুট দেখতে না পাওয়ায় মার্কিং বাতিগুলো সম্পূর্ণ অস্পষ্ট হয়ে পড়ে।

সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে শুক্রবার সকাল ৯ টা ৫০ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে গেলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে।

এদিকে ব্যস্ততম এ নৌরুটে মাঝরা‌তে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।