২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি
এবার পবিত্র কোরআন হাতে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র কোরআন ছুঁয়ে শপথ নিলেন। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার করা ২০০ বছরের পুরনো কোরআনের একটি কপি ব্যবহার করেনি তিনি। একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন মামদানি।
যুক্তরাষ্ট্রের ‘সোনালী যুগে’ তৈরি করা হয়েছিল ওই স্টেশন। ‘একটি নতুন যুগের সূচনার’ প্রতীক হিসেবে শপথ অনুষ্ঠানের জন্য এই স্থানটিকে বেছে নেয়া হয়। এরআগে মামদানি এক বিবৃতিতে বলেন, ‘এটি এমন একটি শহরের স্মৃতিস্তম্ভ, যা একসময় সুন্দর হওয়ার সাহস দেখাত এবং শ্রমজীবী মানুষের জীবন বদলে দেয়ার মতো বড় কিছু গড়ে দিত।
তিনি আরো বলেন, ‘এই উচ্চাকাঙ্ক্ষা কেবল আমাদের অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটি কেবল সিটি হলের নীচের টানেলগুলোতে আটকা পড়ে থাকা উচিত নয়, সেজন্যই এখানে এ আয়োজন।’ তিনি আরো বলেন, ‘লাখ লাখ নিউইয়র্কবাসীকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।’
এই বছরের ৪ নভেম্বর প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুওমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ারকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন মামদানি। এরমধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। গত ১০০ বছরের মধ্যে নিউইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ মেয়র হচ্ছেন ৩৪ বছর বয়সী মামদানি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
