ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা
আর্জেন্টিনার আনাতুয়া শহর থেকে উত্তর-পশ্চিমে প্রায় ৩৮ কিলোমিটার দূরে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর ভলকানো ডিসকভারি ও সিনহুয়ার।
শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এস্তেরো প্রদেশের আনাতুয়ার নিকটবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের অনেক গভীরে, প্রায় ৬০৬ কিলোমিটার নিচে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও (জিএফজেড) আর্জেন্টিনার আনাতুয়া শহরের নিকটবর্তী এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প শনাক্ত করেছে। তবে ভূমিকম্পের ফলে এখনো কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
আরও পড়ুন: আগামী বছর চাঁদে পা রাখবে পাকিস্তান!
এর আগে গত মে মাসে আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। বিশ্বের সর্ব দক্ষিণের শহর হিসেবে বিবেচিত আর্জেন্টিনার উশুয়াইয়া শহরের বিগল চ্যানেলে তখন অন্তত তিন ঘণ্টার জন্য সব ধরনের জলযান চলাচল ও পানিতে নামার কাজ বন্ধ করে দেয়। সেপ্টেম্বরে ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাল্টা প্রদেশ।
বিশেষজ্ঞরা বলছেন, আর্জেন্টিনায় বড় ধরনের ভূমিকম্প তুলনামূলকভাবে বিরল হলেও দেশের পশ্চিমাঞ্চল সবসময় মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। আন্দিজ পর্বতমালা অঞ্চল (চিলি সীমান্তবর্তী অংশ) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ এই অঞ্চল নাজকা প্লেট ও দক্ষিণ আমেরিকান প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
