আবাসিক হোটেল থেকে আ. লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৭ ডিসেম্বর ২০২৫, ৪:৫৬:৫৯

এবার ভোলায় আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের কে জাহান হোটেল ইন্টারন্যাশনাল নামের আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আমির হোসেন লালমোহন পৌর এলাকার ১নং ওয়ার্ডের হাসপাতাল রোডের বাসিন্দা মৃত মহসিন তালুকদারের ছেলে ও লালমোহন উপজেলার আওয়ামী যুবলীগের সদস্য ও পৌসভার ১নং ওয়ার্ড যুগ্ম সম্পাদক৷

থানা পুলিশ সূত্রে জানায়, ২৫ ডিসেম্বর রাত আটটার দিকে শহরের কে জাহান মার্কেটের কে জাহান হোটেলের তৃতীয় তলায় ২০২ কক্ষটি বুকিং নেন আমির হোসেন। ২৬ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে তার কোন সারা শব্দ পাইনি কেউ। অবশেষে রাত সাড়ে ১১ টার দিকে হোটেল কর্তৃপক্ষ তার রুমের দরজা বন্ধ ও ভিতরে অন্ধকার দেখে তারা দরজার নক করতে থাকেন।

কোন ধরনের সারা শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ সদর মডেল থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে গলায় মাফলার দিয়ে ঝুলে আছে তার নিথর মরদেহ। এরপর সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেয়া হয় ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে।

এদিকে প্রাথমিকভাবে তার সুরতাহাল রিপোর্টে শরীরের কোন অংশে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তাই এখনো নিশ্চিত করে বলতে পারেননি পুলিশ।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কেন বা কি কারণে এই মৃত্যু তা এখনো তারা নিশ্চিত করতে পারেননি। তবে বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে এবং মরদেহ ময়নাতদন্তের পর হয়তোবা জানা যাবে ঘটনার মূল রহস্য।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।