২-৩ মাস পেছাতে পারে এসএসসি পরীক্ষা, জানা গেল কারণ

২১ ডিসেম্বর ২০২৫, ৯:৫০:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে যেতে পারে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, আগামী বছরের এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যেই পরীক্ষার রুটিনসহ সব প্রস্তুতি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (২১ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। সাধারণত ফেব্রুয়ারি মাসেই এসএসসি পরীক্ষা শুরু হলেও নির্বাচনের সময় বহু শিক্ষা প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এ কারণে ওই সময়ে পরীক্ষা আয়োজন সম্ভব নয়, ফলে পরীক্ষার তারিখ পিছিয়ে দিতে হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, বোর্ড মিটিংয়ে পরীক্ষার রুটিন ও তারিখ চূড়ান্ত করা হবে। আগামী এপ্রিলের শেষ বা মে মাসের শুরু হতে পারে পরীক্ষা।

উল্লেখ্য, ২০২১ সালে করোনার কারণে ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়। ২০২২ সালে পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। এরপর ২০২৩ সালে ৩০ এপ্রিল এবং ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এ পরীক্ষা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।