প্রকাশ্যে দেয়ালে স্লোগান লিখনকালে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৩ জন আটক

১৫ ডিসেম্বর ২০২৫, ৫:৫৬:১৪

এবার ফটিকছড়ি পৌরসভায় প্রকাশ্যে দেয়ালে রাজনৈতিক চিকা লেখার সময় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার সকাল ১১টায় স্থানীয় জনতা তাদেরকে আটক করে।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা পৌরসভা মসজিদের দেয়াল ও পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় দেয়াল লিখনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন—মো. তারেক হোসেন (৪২), পিতা মৃত আবুল হোসেন। তিনি ফটিকছড়ি পৌরসভা যুবলীগের নেতা, মো. আকরাম হোসেন (২৪), পিতা সাইফুল ইসলাম ও বেলাল উদ্দিন (৫৮), পিতা মৃত মোয়াজ্জল আহম্মদ, তাদের প্রত্যেকের বাড়ি ফটিকছড়ির ৬,৭ ও ৮ নং ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা প্রকাশ্যে দেয়ালে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগান লিখছিলেন। বিষয়টি নজরে এলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এ বিষয়ে, ফটিকছড়ি থানা পুলিশ জানায়, অবৈধ দেয়াল লিখন ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।