শান্তি চুক্তির ৩ সপ্তাহর মাথায় ফের ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৭:৪৮

রাজধানীর তিন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যকার শান্তিচুক্তি ভঙ্গ করে ২৩তম দিনে আবারও মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে ধানমন্ডি আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় থেমে থেমে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী একই বাসে করে যাচ্ছিল। পথে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর উত্তরা ব্যাংক–সংলগ্ন এলাকায় উভয় পক্ষের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংশ্লিষ্টদের মতে, দুই কলেজের শিক্ষার্থীদের পরিচালিত কয়েকটি ফেসবুক পেজের উসকানিমূলক পোস্টও এই সংঘর্ষের পেছনে ভূমিকা রেখেছে।

আইডিয়াল কলেজের শিক্ষার্থী বাধন মাহবুব অভিযোগ করে বলেন, ‘আমাদের কয়েকজন শিক্ষার্থীকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। আগেও এমন ঘটনা ঘটেছে। ঢাকা কলেজের কনসার্টে অংশ নিতে গিয়ে একই ধরনের ঝামেলার মুখোমুখি হয়েছিলাম। পরে কিছু পেজের অ্যাডমিনরা উসকানি দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।’

নিউমার্কেট থানার পরিদর্শক মোহাম্মদ হাফিজ জানান, একই বাসে যাত্রাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে সংঘাত শুরু হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে পাঠিয়ে দেয়। শান্তিচুক্তি অনুযায়ী গঠিত ৯ সদস্যের কমিটির মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, ‘ঘটনাটি দুর্ভাগ্যজনক। আহত শিক্ষার্থীর পূর্ণ চিকিৎসা খরচ আমরা বহন করব। যারা দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কনসার্টের পুরনো ঘটনা থেকেই হয়তো উত্তেজনার সূত্রপাত। সবাই সংযত থাকলে এ ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব।’

উল্লেখ্য, চলতি বছরের ৯ নভেম্বর দুই কলেজের মধ্যে সংঘর্ষ এড়াতে পুলিশ ও কর্তৃপক্ষের উপস্থিতিতে মৌখিক শান্তিচুক্তি হয়। সেদিন শিক্ষার্থীরা ফুল ও মিষ্টি দিয়ে একে অপরের সঙ্গে বন্ধুত্বের অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে কোনো সংঘর্ষে জড়াবে না বলে প্রতিশ্রুতি দেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।