বিপিএলে দল পাননি মুশফিক ও মাহমুদউল্লাহ

৩০ নভেম্বর ২০২৫, ৭:০২:১৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ প্রায় ১২ বছর পর নিলাম পদ্ধতি ফিরে আসছে। টুর্নামেন্টের প্রথম দুই সিজনে (২০১২ ও ২০১৩) নিলামের মাধ্যমে দল গঠন করা হলেও, তারপর থেকে ড্রাফট সিস্টেম চালু হয়। ফ্র্যাঞ্চাইজি মালিকদের বারবার অনুরোধের পর বিপিএল গভর্নিং কাউন্সিল এবার আবার নিলাম চালুর ঘোষণা দিয়েছে। রোববার (৩০ নভেম্বর) বসে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম।

বিপিএল নিলামের প্রথম রাউন্ডে বড় চমক দেখা গেল। ‘বি’ ক্যাটাগরিতে উঠেও কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ না থাকায় অবিক্রিত থেকে গেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে মাহমুদউল্লাহর নাম প্রথমে উঠে। কিন্তু ছয় দলের কেউই বিড করেনি। একইভাবে অবিক্রিত থেকেছেন মুশফিকুর রহিমও। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বড় ম্যাচের পারফরম্যান্স, কিছুই যেন এবার দলগুলোর মন জয় করতে পারেনি এই দুই সিনিয়র তারকা।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, অবিক্রিতদের পরবর্তীতে আবার নিলামে তোলা হবে। তখন তাঁরা উঠবেন ‘সি’ ক্যাটাগরিতে, ফলে ভিত্তিমূল্যও কমে আসবে। এটিই হতে পারে মাহমুদউল্লাহ ও মুশফিকের জন্য শেষ সুযোগ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।