প্রথমবারের মতো মসজিদ পরিদর্শনে গেলেন পোপ লিও

৩০ নভেম্বর ২০২৫, ২:৪১:৫৫

এবার প্রথমবারের মতো তুরস্কের ইস্তাম্বুলের একটি মসজিদ পরিদর্শনে যান পোপ লিও। তিনি সম্মানের স্বরূপ জুতো খুললেও প্রার্থনায় অংশ নেননি। শনিবার (২৯ নভেম্বর) তিনি ইস্তাম্বুলের ১৭শ’ শতকের বিখ্যাত ব্লু মসজিদ পরিদর্শন করেন।

পোপ স্থানীয় মুসলিম নেতাদের সঙ্গে মসজিদের প্রাঙ্গণ ঘুরে দেখেন। জুতো খুলে সাদা মোজা পড়ে মসজিদের অভ্যন্তরীণ অংশ ঘুরে দেখেন। শনিবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

এদিকে ব্লু মসজিদ পরিদর্শন করা ভ্যাটিকানের তৃতীয় পোপ লিও। এর আগে, ২০০৬ সালে পোপ বেনেডিক্ট এবং ২০১৪ সালে পোপ ফ্রান্সিস মসজিদে নীরব প্রার্থনা করেছিলেন। লিও মসজিদে ‘নীরবতা ও শ্রদ্ধার সঙ্গে পরিদর্শন’ করেছেন বলে ভ্যাটিকান জানায়।

পরিদর্শনের পর পোপ লিও স্থানীয় খ্রিস্টান নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং সেন্ট জর্জ প্যাট্রিয়ার্কাল চার্চে আয়োজনকৃত সেবায় অংশ নেন। সেখানে তিনি এবং প্যাট্রিয়ার্ক বারথোলোমিউ-১ ‘ভ্রাতৃত্বমূলক সম্পর্ক’ এবং ধর্মের নামে হিংসা প্রত্যাখ্যানের বিষয়ে যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।