আয়ারল্যান্ডের বিপক্ষে হারলেও দলের ওপর বিশ্বাস হারাননি লিটন

২৮ নভেম্বর ২০২৫, ১২:৩৩:৩৮

এবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আইরিশদের দেয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে টাইগাররা থামে ১৪২ রানে। হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে অধিনায়ক লিটন দাস খোলাখুলিভাবে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন।

লিটন দাস বোলারদের কিছুটা দায় দিয়ে বলেছেন, বড় লক্ষ্য তাড়া করতে না পারার মূলে ছিল আয়ারল্যান্ডকে অতিরিক্ত রান দেয়া। তিনি বলেন,’আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। বিশেষ করে ফিজ (মুস্তাফিজুর রহমান), সে যেমন করে। তবুও আমরা যদি আরেকটু ভালো বল করতে পারতাম, তাদের যদি আরও ২০-২৫ কম রানে আটকাতে পারতাম। কারণ উইকেটে বোলারদের জন্য সাহায্য ছিল।’

টাইগার অধিনায়ক মনে করেন পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারিয়ে ফেলাই ছিল বাংলাদেশের হারের মূল কারণ। তিনি বলেন, ‘আমি জানি চট্টগ্রামের উইকেট মাঝেমধ্যে ব্যাটিং সহায়ক থাকে বিশেষ করে যখন শিশির পড়ে। কিন্তু পাওয়ার প্লেতে এত উইকেট হারিয়ে ফেলার পর পরের ব্যাটারদের জন্য কাজটা কঠিন হয়ে যায়।’

ব্যক্তিগতভাবে পারফর্ম করতে না পারলেও, দলের তরুণ ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ের ৮৩ রানের ইনিংস নিয়ে সন্তুষ্ট লিটন দাস। হৃদয়কে নিয়ে তিনি বলেন,’দলে ফিরে হৃদয় যেভাবে খেলেছে, আমি খুব খুশি। তার পারফর্ম করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

তবে প্রথম ম্যাচে হারলেও সিরিজে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক। তিনি তার দলের ওপর পূর্ণ বিশ্বাস রাখেন। লিটন দাস বলেন,’আমি এখনও নিজ দলের ওপর বিশ্বাস রাখি। আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলি, তাদের হারাতে পারব। তবে আমাদের সেরাটা খেলতে হবে।’

হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি আরও যোগ করেন,’আবারও হৃদয়ের কথা বলতে হয়। সে দারুণ ব্যাটিং করেছে। তার কাছ থেকে সিরিজজুড়ে এমন পারফরম্যান্স চাই। আমরা ঘুরে দাঁড়াব আশা করি।’

আগামী ২৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।