রমজানের ক্ষণগণনা শুরু, যেভাবে জানতে পারল ৯ দেশ

২৩ নভেম্বর ২০২৫, ১০:০১:৩৪

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। শুক্রবার (২১ নভেম্বর) ইসলামিক চাঁদ পর্যবেক্ষণ প্রকল্পের (আইসিওপি) সদস্যদের পাঠানো তথ্যের ভিত্তিতে এই ঘোষণা দেয়া হয়।চাঁদটির ছবি অ্যাস্ট্রোফটোগ্রাফির মাধ্যমে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং লিবিয়া থেকে ধারণ করা হয়েছে।

ইরানে দূরবীন ও টেলিস্কোপের মতো অপটিক্যাল যন্ত্র ব্যবহার করে নতুন চাঁদ দেখা গেছে। অন্যদিকে ইয়েমেন, মরক্কো ও ঘানায় খালি চোখেই চাঁদ দেখার নিশ্চয়তা আসে।হিজরি চন্দ্রবর্ষের ষষ্ঠ মাস হলো জমাদিউস সানি। যদিও মাসটি নির্দিষ্ট কোনো ধর্মীয় বিধান বা অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবে এটি রমজানের আগের তিন মাস কত দিন করে হতে পারে তা জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খবর গালফ নিউজের।

তাই শুক্রবার এই মাস নিশ্চিত হওয়ার ফলে রমজানের ক্ষণগণ শুরু হয়ে গেছে। হিজরি সন ১৪৪৭ এগিয়ে যাচ্ছে রমজানের আগের তিন মাস-জমাদিউস সানি, রজব ও শাবানের দিকে।

বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী রমজান ১৪৪৭ হিজরি শুরুর বাকি আছে আনুমানিক ৮৮ থেকে ৯০ দিন। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে প্রচলিত চাঁদ দেখা-সংক্রান্ত প্রক্রিয়া অনুযায়ী।

এর আগে, জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে রমজান শেষে ঈদুল ফিতর শুক্রবার (২০ মার্চ) হতে পারে বলে জানানো হয়। এই তথ্য জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

আল জারওয়ান জানান, রমজান ১৪৪৭ হিজরির শুরুর নতুন চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ২০২৬ সালে দেখা যেতে পারে, যদিও সেই সন্ধ্যায় চাঁদ দেখা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।

এই হিসাব অনুযায়ী, রমজান সম্ভাব্যভাবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩০ দিনব্যাপী চলতে পারে। যদি রমজান ৩০ দিন পূর্ণ হয়, যেমনটি পূর্বাভাসে বলা হয়েছে, তবে সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত ছুটির ক্যালেন্ডারে ৩০তম দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।