ফিলিস্তিনের প্রতি ভালোবাসাই ছেলে জোহরানের মেয়র হওয়ার প্রেরণা: মামদানির বাবা

২২ নভেম্বর ২০২৫, ১১:৪৩:৩০

এবার নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র-ইলেক্ট জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফিলিস্তিনিদের অধিকার ও সামাজিক ন্যায়বিচারের প্রতি তার দৃঢ় অবস্থান—এমন মন্তব্য করেছেন তার বাবা, বিশ্ববিখ্যাত উত্তর-ঔপনিবেশিক চিন্তাবিদ ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহমুদ মামদানি বলেন, জোহরানের জয় অপ্রত্যাশিত হলেও তা এসেছে তার অটল নীতিবোধ, সময়োপযোগী অবস্থান এবং জনগণকে সঙ্গে নেওয়ার ক্ষমতার ফলাফল হিসেবে।

নভেম্বরের শুরুতে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক মেয়র নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হন, যা মার্কিন রাজনীতিতে আলোচনার ঝড় তোলে। নির্বাচনের মাত্র এক বছর আগে তার জনসমর্থন যেখানে ছিল মাত্র ১ শতাংশ, সেখানে এই জয়ে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন একটি নাটকীয় এবং ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত। জোহরানের বাবা-মা—মাহমুদ মামদানি এবং ভারতীয়-আমেরিকান খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার—স্বীকার করেছেন, তাদের ছেলের এই সাফল্য তাদেরও অবাক করেছে। মাহমুদ মামদানি বলেন, “সে আমাকে এবং তার মাকে চমকে দিয়েছে। আমরা কখনো ভাবিনি যে সে নিউইয়র্ক সিটির মেয়র হবে।”

মাহমুদ আরও বলেন, সামাজিক ন্যায়বিচার এবং ফিলিস্তিনের অধিকারের প্রশ্ন—এই দুটি বিষয় জোহরানের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবে স্পর্শকাতর হলেও তিনি এই অবস্থান থেকে একটুও সরে আসেননি, আপস করেননি এবং নিজের অবস্থানকে ছোট করে দেখারও চেষ্টা করেননি। জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নতুন অধ্যায় রচনা করেছেন।

জোহরান বড় হয়েছেন বাবা-মা এবং দাদা-দাদিসহ তিন প্রজন্মের পরিবারের অভিন্ন সামাজিক পরিবেশে। তার বাবা মনে করেন, পারিবারিক মূল্যবোধ ও অভিজ্ঞতা তাকে মানুষের সঙ্গে মিশতে, ধৈর্য ধরে শুনতে এবং ভিন্ন মতের প্রতি সহনশীল হতে শেখায়। মাহমুদ মামদানি বলেন, যদিও তার ছেলের রাজনৈতিক উত্থান দ্রুত ও অবাক করার মতো, তবু জোহরানের সংকল্প ও দৃঢ় মনোভাব তাদের কাছে একেবারেই নতুন নয়। তিনি মনে করেন, জোহরান হয়তো শুধুই জেতার জন্য নয়, বরং একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিয়েছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।