নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো ছাত্রদল নেতাকর্মীরা
এবার নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা তাসরিফকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে সরকারি তিতুমীর কলেজের ছাত্রদল নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।
এদিকে আটককৃত তাসরিফ তিতুমীর কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের (২০১৯–২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ইনকোর্স পরীক্ষা দিতে কলেজে প্রবেশ করলে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করে পুলিশে দেয়।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তাসরিফ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল এবং তার আচরণ ছিল অত্যন্ত উশৃঙ্খল। বিভিন্ন সময় শিক্ষার্থী ও ছাত্রনেতাদের ওপর হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ কারণে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
