মনোনয়ন না পেয়ে বিএনপি নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

১৯ নভেম্বর ২০২৫, ১১:৩১:৫৯

বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে কৃষক দলের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন তিনি। এর আগে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল থেকে লিখিতভাবে পদত্যাগ করেন দৌলতুজ্জামান আনসারী।

দলীয় সূত্রে জানা যায়, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন আনসারী।

মনোনয়ন না পাওয়ায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

দৌলতুজ্জামান আনসারী পদত্যাগপত্রে উল্লেখ করেন, বিশেষ কারণে রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির পদ থেকে পদত্যাগ করছি।

দৌলতুজ্জামান আনসারী বলেন, ‘আমি আগে থেকে বিএনপির কার্যক্রম থেকে দূরে ছিলাম। বিএনপির দলীয় মনোনয়নও চাইনি। কৃষক দলের পদ থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি।’

এ বিষয়ে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু বলেন, ‘তিনি স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তার দলত্যাগে দলের রাজনীতি বা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।