শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির মোটরসাইকেল শোডাউন

১৭ নভেম্বর ২০২৫, ২:২৫:০২

এবার মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও আওয়ামী লীগের বিশৃংখলা প্রতিরোধে নওগাঁর পোরশায় মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি।

আজ সোমবার বেলা ১১টায় উপজেলার পোরশা সদর থেকে শোডাউনটি শুরু হয় এবং উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পোরশা বাজারে গিয়ে শেষ হয়। শোডাউনে নেতাকর্মীরা শেখ হাসিনার ফাঁসির দাবিতে শ্লোগান দেন।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরীর নেতৃত্বে শোডাউনে বিএনপি নেতা আজাহার আলী, ইব্রাহীম আলী, মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক মোটসাইকেল নিয়ে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।