ন্যায় ও সত্যের প্রতীক একমাত্র দাঁড়িপাল্লা: এটিএম আজহারুল
এবার রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের হাইস্কুল মাঠে রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে জনসভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর–২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস. এম. আলমগীর। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।
বক্তৃতায় এটিএম আজহারুল ইসলাম দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আসন্ন নির্বাচনে “দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান” জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা ন্যায় ও সত্যের প্রতীক।
এছাড়া তিনি দলের কর্মপন্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রংপুর–২ আসনে সম্ভাব্য উন্নয়ন কার্যক্রমের বিষয়েও সভায় আলোচনা করেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
