নারী-পুরুষ সবার সাড়া পেয়েছি, আগামী নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী হবে: আমির হামজা

১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৫:৪৪

এবার জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমির হামজার নেতৃত্বে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ ক্যাম্পাস এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

বিশাল এ শোভাযাত্রার অগ্রভাগে থাকা খোলা জিপে দাঁড়িয়ে মুফতি আমির হামজা পথের দু’পাশে উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। উপস্থিত মানুষেরাও হাত নেড়ে তাকে অভিনন্দন জানান। কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি চৌড়হাস মোড়, মজমপুর গেট, বারখাদা ত্রিমোহিনী হয়ে বাইপাস সড়ক অতিক্রম করে বটতৈল মোড় হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার দূরে লক্ষীপুর বাসস্ট্যান্ডে পৌঁছে। পরে সেখান থেকে আব্দালপুর হয়ে ঝাউদিয়া মসজিদে আসরের নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় মুফতি আমির হামজা বলেন, দলীয় সিদ্ধান্তে প্রার্থী মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি নিয়মিত নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন, মাঠে নেমে জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা অব্যাহত আছে।

তিনি বলেন, ‘আগামীতে যেন আল্লাহ দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়। আট দল মিলে আমরা এখন আন্দোলনে আছি রাজপথে। আশাকরি যারা দায়িত্বে আছে তারা মেনে নিবে, তাদের শুভ বুদ্ধির উদয় হবে। এতোগুলো মানুষের সেন্টিমেন্টে না বুঝলে দায়িত্বে থাকা আপনার ঠিক না। আমরা জানি ওনারা মেনে নেবে, আর না মানলে পরের অবস্থা দেখব ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা নারী-পুরুষ সবার সাড়া পেয়েছি। যেখানেই যাই, মানুষ বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিচ্ছে। আশা করি এভাবে যেতে পারলে আগামী নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী হবে। শোভাযাত্রায় প্রায় ছয় হাজার মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি। শোভাযাত্রায় কুষ্টিয়া জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।