বিএনপিকে যারা দুর্বল ভাবে তারা বোকার স্বর্গে বসবাস করছে: মির্জা আব্বাস
এখন বিএনপিকে যারা দুর্বল ভাবে তারা বোকার স্বর্গে বসবাস করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের র্যালি পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নাই। বিএনপি মাঠে নামলে ট্যাবলেট খাওয়ানোর লোক খুঁজে পাওয়া যাবে না।
তিনি বলেন, বিএনপির নম্রতা, ভদ্রতাকে দুর্বলতা ভাবলে বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি সনদ মেনেছে, কিন্তু বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। এখনও সময় আছে, জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।
যারা ধর্মের ব্যবসা করছে, তারা স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
