যে এমপিরা পালিয়ে যায়, সেই এমপি হতে চাই না: বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান

২ নভেম্বর ২০২৫, ১১:৫৬:০৮

এবার সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামন কামরুল বলেন, অনেক এমপি পালিয়েছেন। এমন হতে চাই না। আমার সারাটা জীবন মানুষের তরে কাটিয়ে দিতে চাই। আমি জনসমুদ্রে ভাসছি, ভালোবাসায় ভাসছি। সারাজীবন শোধ করতে পারবো না। জনগণের সাথে যার সম্পর্ক থাকবে তাকেই তারেক রহমান মনোনয়ন দেবেন।

তিনি আরও বলেন, সামনে সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে একটি দল ষড়যন্ত্র করছে। আগে বলছে পিআর, এখন বলছে গণভোট। নির্বাচন বানচাল করতে গণভোটের টালবাহানা। জনগণের ভালবাসা সাথে থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। কামরুল বলেন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রাখার জন্য একটি গোষ্ঠী এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। সেই সাথে হাটে ঘাটে গ্রাম গঞ্জে ধানের শীষ ও দলের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, একটি দল চায় না দেশে ভোটাধিকার ব্যবস্থা ফিরে আসুক, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও স্থিতিশীলতা ফিরে আসুক। তারা চায় ছলে বলে কৌশলে পিআরের নামে জাতীয় নির্বাচনের আগে গণভোটের নামে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করে দিতে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল প্রমুখ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।