রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

২৯ অক্টোবর ২০২৫, ১:৫৭:২৪

দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার রজনীকান্ত এবং ধানুশের বাড়িতে বোমা রাখার হুমকির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের কাছে একটি হুমকির বার্তা পৌঁছানোর পর পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। হুমকির পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং উভয় তারকার বাড়ি তল্লাশি করা হয়। তবে, কিছু সময় পর জানা যায়, এটি একটি ভুয়া হুমকি ছিল।

পুলিশের দাবি, এই ধরনের হুমকির পেছনে সাইবার প্রতারণার নতুন প্রবণতা ‘হোয়াক্স’ মেইলের ঘটনা রয়েছে। এই ধরনের মেইল এখন নিয়মিতভাবেই তামিল সিনেমা জগতের সেলিব্রিটিদের কাছে পৌঁছাচ্ছে, যার ফলে তারকাদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। এর আগেও তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণন, সঙ্গীত পরিচালক ইল্লাইরাজা, অভিনেতা বিজয়সহ আরও অনেক সেলিব্রিটি এমন ভুয়া হুমকি পেয়েছেন।

পুলিশ জানায়, এই হুমকির পর তারা কোনো ধরনের ঝুঁকি নেয়নি এবং দ্রুত রজনীকান্ত ও ধনুষের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। চেন্নাই বোম্ব স্কোয়াডকে মোতায়েন করা হয় এবং দীর্ঘ সময় ধরে তল্লাশি চললেও, কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।