আশুলিয়ার ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকার আশুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুক্রবার (২৫ অক্টোবর) পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে গঠিত হয়েছে “অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া”, যার লক্ষ্য আশুলিয়াকে একটি হায়ার এডুকেশন সিটি হিসেবে গড়ে তোলা।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন- প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, ভাইস চ্যান্সেলর, ইস্টার্ন ইউনিভার্সিটি; প্রফেসর ড. এম. আর. কবির, ভাইস চ্যান্সেলর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জি. মো. লুৎফর রহমান (অব.), ভাইস চ্যান্সেলর, সিটি ইউনিভার্সিটি; প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব, ভাইস চ্যান্সেলর, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; এবং এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান, ভাইস চ্যান্সেলর, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারবৃন্দ সাক্ষী হিসেবে স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমিক বৃত্তের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। ড. মো. সাবুর খান, চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (APUB) ভিডিও বার্তা প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা, গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং সমাজসেবামূলক কার্যক্রমে সহযোগিতার অঙ্গীকার করেছে। এছাড়া যৌথভাবে সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপ, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক এবং নেতৃত্ব ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি আয়োজনের পথ সুগম হবে।
অ্যালায়েন্সের মাধ্যমে মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গঠন, পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত স্থায়িত্বসহ স্থানীয় সমস্যা সমাধানে একমত হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। ভাইস চ্যান্সেলরবৃন্দ প্রতিবছর বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়গুলো আশা করছে, এই ঐতিহাসিক উদ্যোগ আশুলিয়াকে একটি সমন্বিত উচ্চশিক্ষা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
