এবার সালমান শাহর সাবেক স্ত্রীকে নিয়ে মুখ খুললেন ছোট ভাই শাহরান

২৫ অক্টোবর ২০২৫, ১:৩৫:৩৪

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। এবার সে সাবেক ভাবীকে নিয়ে মুখ খুললেন সালমানের ছোট ভাই শাহরান চৌধুরী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসেন শাহরান।

ভিডিও বার্তায় তিনি জানান, সাধারণত তিনি ফেসবুক লাইভে আসেন না। কিন্তু কিছু কারণে আজ লাইভে এসেছেন। এ লাইভে কাউকে ব্যক্তিগত কারণে কিংবা ছোট করে কথা বলা তার উদ্দেশ্য নয়।

সামিরা হককে নিয়ে কথা বলেন শাহরান। জানান, সালমান শাহ প্রচণ্ড ভালোবাসতেন সামিরাকে। সামিরা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন নায়কের ছোট ভাই। বলেন, আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসতো। আপনি একটু চিন্তা করে দেখবেন, আপনি যেকারণে আমার ভাইকে পছন্দ করেছিলেন, আমার ভাইকে বিয়ে করেছিলেন, আপনার বাবা-মা কে ছেড়ে এসেছিলেন তখন নিশ্চয়ই আমার ভাইয়ের মধ্যে আপনি সেরকম কিছু দেখেছিলেন। ভেবে দেখবেন, পালিয়ে বিয়ে করার পর আপনার পরিবার মেনে না নিলেও আমার পরিবার কিন্তু আপনাদের ফেলে দিতে পারেনি।

এরপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সালমান শাহর আত্মহত্যা করার যে যুক্তি আপনারা দেন যে তার আত্মহত্যার প্রবণতা ছিল একবার ভেবে দেখবেন, আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত স্বাভাবিক জীবন ছিল সালমান শাহর।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।