মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন
রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশী রোডে অবস্থিত ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটানা ঘটে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, মিরপুর-১২ এর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয় তলায় আগুনের সূত্রপাত হয়। ইতোমধ্যে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে। আরও চারটি ইউনিট পথে রয়েছে। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আসেনি বলে জানান তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
