অগ্নিকাণ্ডের ক্ষতি থেকে বাঁচতে নবীজি যে দোয়া করতেন

অগ্নি-দুর্ঘটনা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ইত্যাদি দুনিয়াবি আযাব। এমন বিপদের ক্ষেত্রে মানুষের উচিৎ বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা। সেই সঙ্গে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে নির্দেশিত পন্থা অবলম্বন করা। বিভিন্ন সময়ে সাহাবীদের মাধ্যমে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের যেকোনো ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন।
দুনিয়াবি আযাব থেকে মহান রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করে দোয়ার কথা বিভিন্ন সময়ে হাদিসে এসেছে। আবুল ইয়ুস্র (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া করতেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
বাংলা: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাদমি ওয়া-আযুজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া-আউযুবিকা মিনাল গারাকি ওয়াল-হারকি ওয়াল-হারাকি ওয়াল-হারামি, ওয়া-আউযুবিকা আন-ইয়াতাখব্বাতানিশ শাইতনু ইনদাল মাওতি, ওয়া-আউযুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া- আউযুবিকা আন-আমুতা লাদি-গান।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার নিকট ঘর-বাড়ি ভেঙে চাপা পড়া থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি, উচ্চ স্থান থেকে পতিত হওয়ার ব্যাপার হতে, পানিতে ডুবে, আগুনে জ্বলা ও অধিক বায়োবৃদ্ধি হতে তোমার আশ্রয় কামনা করছি এবং আমি তোমার নিকট মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা হতে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমার নিকট যুদ্ধের ময়দান হতে পলায়নপর অবস্থায় মৃত্যু হতে তোমার আশ্রয় কামনা করি এবং আমি তোমার নিকট দংশনজনিত (সাপ, বিচ্ছুর) কারণে মৃত্যুবরণ করা হতে বাঁচার জন্য তোমার আশ্রয় প্রার্থনা করছি। (সুনান আবু দাউদ, হাদিস: ১৫৫২)
এছাড়াও অগ্নিকাণ্ড, ভূমিকম্প কিংবা প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগে কুরআনে বর্ণিত নিচের আয়াতটি পড়তে পারেন।
‘يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ’
বাংলা: ইয়া না-রু কুউনি বারদান ওয়া-সালামান আলা ইবরাহিম।
অর্থ: ‘হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৬৯)
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।