শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১৬ অক্টোবর ২০২৫, ১২:২০:৩১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি আবেদন জানিয়ে বলেছেন, শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুতভাবে মেনে নেওয়া অত্যন্ত জরুরি। তিনি বলেন, ইতিমধ্যে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যা কারোই কাম্য নয়।

হাসনাত আবদুল্লাহ বলেছেন, আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে মোতায়েন করা গ্রহণযোগ্য নয়। তার কথায়, “পুলিশকে সাময়িক রাজনৈতিক প্রয়োজনে বা আন্দোলন দমনের অজুহাতে লাঠিয়াল ভূমিকায় নামানো হলে তা সরাসরি সংঘাত সৃষ্টি করবে এবং অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনবে।”

তিনি আরো বলেন, পুলিশের পুনর্গঠন ও জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। পুলিশ তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা জনগণের পুলিশ হতে চায়—এই প্রচেষ্টায় শিক্ষা উপদেষ্টাকে বাধা হয়ে দাঁড়াতে অনুরোধ জানাননি তিনি। হাসনাত আবদুল্লাহ সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত ও শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের আহ্বানও জানান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।