বাটার ইতিহাসে প্রথম বাংলাদেশি নারী এমডি ফারিয়া

১৫ অক্টোবর ২০২৫, ১:৪১:০৫

বহুজাতিক জুতা প্রস্তুতকারক কম্পানি বাটা শু (বাংলাদেশ) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। আগামী ২০ নভেম্বর থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ​ফারিয়া ইয়াসমিনের এই নিয়োগ দুটি কারণে ঐতিহাসিক।

তিনি বাটা বাংলাদেশের ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী এবং স্বাধীনতার পর প্রথম বাংলাদেশি হিসেবে কম্পানির শীর্ষ পদে আসীন হচ্ছেন। ​তিনি বর্তমান এমডি ভারতের দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন, যিনি অন্য একটি বহুজাতিক কম্পানিতে যোগ দেওয়ার জন্য পদত্যাগ করছেন। ​ফারিয়া ইয়াসমিনের বিপণন ও ব্যবসা ব্যবস্থাপনায় ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি এসিআই, রেকিট বেনকাইজার, ম্যারিকো ও নেসলের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত ছিলেন।

​বাটা শু ১৯৬২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এবং বর্তমানে তাদের দুটি কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা এক লাখ ৬০ হাজার জোড়া জুতা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।